কাতার: মেক্সিকোকে (Mexico) হারিয়ে বিশ্বকাপ (World Cup) অভিযানে প্রবলভাবে ফিরে এসেছে আর্জেন্টিনা (Argentina)। সর্বক্ষেত্রে ফের বন্দিত হচ্ছেন লিয়োনেল মেসি (Lionel Messi)। ২০ গজেরও বেশি দূর থেকে তাঁর জোরালো শট ওচোয়াকে পরাস্ত করে গোলে ঢুকে যায়। সোশ্যাল মিডিয়া খুললেই এখন মেসির গোলের ভিডিও চোখে পড়বে। সেই সঙ্গে চোখে পড়বে ৯৭ মিনিটে করা এনজো ফার্নান্ডেজের (Enzo Fernandez) গোলও।
বক্সের বাইরে থেকে তাঁর ডান পায়ের ইনস্টেপে নেওয়া শট বাঁক খেয়ে জালে জড়িয়ে যায়। পাসটা দিয়েছিলেন এনজোর অধিনায়ক মেসিই (Messi)। দ্বিতীয় গোলটা করে সমর্থকের নয়নের মণি হয়ে উঠেছেন এনজো। অথচ শনিবারের ম্যাচের আগে তাঁর নাম খুব বেশি লোক জানত না। কে এই এনজো ফার্নান্ডেজ?
আরও পড়ুন: Qatar World Cup: মেক্সিকো জয়ের পর একঘণ্টা ধরে উৎসব চলল মেসিদের ড্রেসিং রুমে
পুরো নাম এনজো জেরেমিয়াস ফার্নান্ডেজ। সান মার্টিনে ২০০১ সালের ১৭ জানুয়ারি জন্ম। খেলেন মাঝমাঠে, একেবারে সেন্ট্রাল মিডিফিল্ডার পজিশনে। অর্থাৎ আক্রমণ ও রক্ষণ দু’ দিকই সামলাতে হয়। ৫ ফুট ১০ ইঞ্চি উচ্চতার এনজোর পেশাদার কেরিয়ার শুরু ২০১৯ সালে, আর্জেন্টিনার নামী ক্লাব রিভারপ্লেটে (River Plate)। সেখানে এক বছর খেলে লোনে চলে যান ডিফেন্সা ওয়াই জাস্টিসিয়া ক্লাবে। এ বছর তাঁকে দলে নেয় পর্তুগালের ক্লাব বেনফিকায় (Benfica)।
আর্জেন্টিনার অনূর্ধ্ব ১৮ দলের হয়ে খেলেছেন দুটি ম্যাচ। তবে সিনিয়র দলে এই নিয়ে পাঁচটা খেলে ফেললেন। বিশ্বকাপের মঞ্চেই এল তাঁর আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম গোল। তা নিয়ে এনজো বলছেন, এই জার্সি পরে খেলার স্বপ্ন আমি বরাবর দেখে এসেছি। আজ বিশ্বকাপে গোল করার স্বপ্ন পূরণ হল। আজকের জয়ে খুব খুশি আমি। আর্জেন্টিনার মানুষ যাঁরা এখানে আমাদের সমর্থন করতে এসেছেন, এবং যাঁরা দেশে বসেই আমাদের উপর বিশ্বাস রেখেছেন, এই জয় তাঁদের জন্য।
বিশ্বকাপ মানেই নতুন তারকার জন্ম। বিশ্বকাপই জন্ম দিয়েছে পেলে, মারাদোনা, বেকেনবাওয়ার, জিদান এবং আরও কত কিংবদন্তির। আর্জেন্টিনার এই ২১ বছরের তরুণ কতদূর যাবেন তা সময়ই বলবে। তবে তারকা হয়ে ওঠার যাবতীয় মালমশলা তাঁর মধ্যে মজুত, তাতে সন্দেহ নেই।